শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭


২১ ২১ বলে আবার বাংলারই প্রান্তরে স্মৃতির দুয়ার খোলে আজই মোদেরই অন্তরে। ঐ যে বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার, জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার। পাকিস্থানের শাসকেরা করল আইন জারি, উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি। যুদ্ধ শুরু করেন - সকল দামাল ছেলে, প্রাণ দিয়ে শহীদ হন, জয়টুকু মেলে। স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য, ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য। বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই। তাইতো সবার মুখে মুখে একই রকম বানী, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন